দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২২:৩০

আইফোনে স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম কল ব্লক করার সুবিধা নিয়ে এসেছে ট্রুকলার।

আইফোন ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয় কল ব্লক করার সুবিধা চালু করেছে ট্রুকলারট্রুকলার

বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিয়মিতভাবে নিজেদের পণ্য বা সেবার প্রচারণায় অডিও কল করে থাকে, যা অনেক সময় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। স্প্যাম কলের কারণে অনেকে প্রতারণার শিকারও হন। এই সমস্যার সমাধানে আইফোন ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয় কল ব্লক করার সুবিধা নিয়ে এসেছে ট্রুকলার। ‘অটো ব্লক স্প্যাম’ নামে পরিচিত এই ফিচারটি অচেনা নম্বর থেকে আসা স্প্যাম কল ও প্রচারণামূলক কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেবে। ফলে, কল গ্রহণের পর স্প্যাম কলের নম্বর ব্লক করার প্রয়োজন পড়বে না।

ট্রুকলারের তথ্যমতে, অটো ব্লক স্প্যাম সুবিধা সক্রিয় থাকলে স্বয়ংক্রিয়ভাবে ব্লক হওয়া ফোনকলগুলোর সঙ্গে স্ক্যামার বা ফ্রড লেবেল যুক্ত থাকবে, যা ব্যবহারকারীদের আগে থেকেই সতর্ক করবে। প্রাথমিকভাবে, ট্রুকলারের প্রিমিয়াম ব্যবহারকারীরা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন। ট্রুকলার অ্যাপের প্রটেক্ট ট্যাব থেকে এটি সহজেই চালু করা যাবে।

সম্প্রতি, ট্রুকলার আইওএস ১৮ অপারেটিং সিস্টেমের জন্য সরাসরি লাইভ কলার আইডি সুবিধা চালু করেছে, যা ব্যবহারকারীদের লাইভ কলার আইডি ব্যবহার করার সুযোগ দেয়।

এটি উল্লেখযোগ্য যে, আইওএস অপারেটিং সিস্টেমের গোপনীয়তা ও নিরাপত্তার কারণে ট্রুকলারের অনেক সেবা আইফোনে সীমাবদ্ধ থাকে, কারণ থার্ড পার্টি অ্যাপগুলি ফোনকল ও এসএমএসের তথ্য জানতে পারে না। তবে, আইওএস ১৮-এ চলমান আইফোনের জন্য ট্রুকলার ধীরে ধীরে বেশ কিছু সুবিধা উন্মুক্ত করছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ