দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:২৭

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার তরুণ নেতাদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরছবি: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের তরুণ নেতাদের সমন্বয়ে একটি নতুন উদ্যোগ চালু করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গতকাল বুধবার এই তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের জনকূটনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি লি স্যাটারফিল্ড এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু “ইয়ং সাউথ এশিয়ান লিডার্স ইনিশিয়েটিভ (ওয়াইএসএএলআই)” নামের এ উদ্যোগের উদ্বোধন করেন। এই প্ল্যাটফর্মটি বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার তরুণদের একত্র করবে এবং অর্থনৈতিক সুবিধা, পরিবেশ পুনর্জাগরণ, নাগরিক অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করবে।

দক্ষিণ এশিয়ায় ৪২০ মিলিয়নেরও বেশি তরুণ বসবাস করেন। ওয়াইএসএএলআই তাদের জন্য নেটওয়ার্ক সুবিধা, নেতৃত্বের প্রশিক্ষণ, পেশাগত বিনিময় ও একাডেমিক ফেলোশিপের সুযোগ প্রদান করবে, যাতে তারা নিজেদের দেশে ও অঞ্চলে ইতিবাচক প্রভাব তৈরি করতে পারেন।

এই উদ্যোগের ঘোষণা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দেওয়া হয়, যেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের অংশীদার এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এটি বিশ্বব্যাপী তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং তাদের ক্ষমতায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন।

নতুন ওয়াইএসএএলআই উদ্যোগটি বিশ্বের বিভিন্ন তরুণ আঞ্চলিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে, যেমন ইয়ং আফ্রিকান লিডার্স ইনিশিয়েটিভ (ওয়াইএলএআই), ইয়ং সাউথইস্ট এশিয়ান লিডার্স ইনিশিয়েটিভ (ওয়াইএসইএএলআই) এবং ইয়ং লিডার্স অব দ্য আমেরিকাস ইনিশিয়েটিভ (ওয়াইএলএআই)।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট