দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৫৪

সাবেক সংসদ সদস্য ফজলে করিমের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীছবি সংগৃহীত

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। আজ বুধবার সকালে রাউজান উপজেলার গহিরায় জেলা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান জানান, ফজলে করিমের বাড়ির আলমারিতে একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, একটি এলজি, একটি রিভলবার, একটি শটগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে শুধুমাত্র রাইফেলের লাইসেন্স ছিল; বাকি অস্ত্রগুলো অবৈধ হিসেবে গণ্য হচ্ছে। সরকারের নির্ধারিত সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেওয়ার কারণে এগুলো অবৈধ হয়ে যায়। এই ঘটনায় রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, নগরের খুলশী এলাকায় ফজলে করিমের একটি ফ্ল্যাটেও অভিযান চালানো হয়েছে, কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি।

১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে বিজিবি ফজলে করিমসহ তিনজনকে আটক করে। তিনি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রামে মোট ১০টি মামলা রয়েছে। নিরাপত্তার কারণে ১৯ সেপ্টেম্বর তাঁকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে আনা হয়।

গত মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে ফজলে করিমকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। রাউজানে মুনিরীয়া যুব তবলিগ কমিটির ইবাদতখানা ভাঙচুর, অগ্নিসংযোগসহ অন্যান্য মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফজলে করিমকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ডিম ছুড়ে মারে এবং তাঁর ফাঁসির দাবি করে স্লোগান দেয়। বর্তমানে তিনি রাউজান থানার এক মামলায় দুই দিনের রিমান্ডে রয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করার কথা রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট