দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:২৬

ফকিরহাটে ইউএনওর অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের অপসারণের দাবিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভছবি: প্রথম আলো

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ইউএনও মো. কামাল হোসেনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। অভিযোগ উঠেছে যে ইউএনও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। এ বিষয়ে আজ বুধবার সকাল ও দুপুরে উভয় দল পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।

জামায়াত বেলা ১১টার দিকে ডাকবাংলো মোড়ে বিক্ষোভ মিছিল করে। এতে উপজেলা জামায়াতের আমির মাওলানা তৈয়বুর রহমান, রাজনৈতিক সচিব মাওলানা মোফাজ্জল হায়দারসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অংশ নেন। একই দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

বক্তারা অভিযোগ করেন, ইউএনও কামাল হোসেন গত সোমবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলার বিভিন্ন ইউপির নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানদের ডাকেন। তারা বলেন, ইউএনও বিভিন্নভাবে আওয়ামী লীগের লোকদের সুবিধা দেওয়ার চেষ্টা করছেন।

অন্যদিকে ইউএনও মো. কামাল হোসেন জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওই সভায় সব ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেখানে কাউকে দলীয় পরিচয়ে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি মনে করেন, বিষয়টি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট