দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:২৩

ভিডিও তৈরির নতুন AI মডেল নিয়ে আসছে চীনের বাইটড্যান্স।

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স এআই প্রযুক্তিতে এগোতে চাচ্ছেবাইটড্যান্স

ভিডিও তৈরির জন্য ওপেনএআইয়ের জনপ্রিয় প্রোগ্রাম ‘সোরা’কে মোকাবেলা করতে চীনের বাইটড্যান্স নতুন ভিডিও মডেলের ঘোষণা দিয়েছে। আগামী মাস থেকে ব্যবহারকারীরা দুটি নতুন ভিডিও-জেনারেশন AI মডেল, ডুওবাও-পিক্সেলড্যান্স ও ডুওবাও-সিউইড, পাচ্ছেন।

বাইটড্যান্স তাদের AI প্রযুক্তিতে আরও শক্তিশালী হতে চায় এবং এই মডেলগুলোতে নতুন কিছু চমক রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডুওবাও-পিক্সেলড্যান্স জটিল ও গতিশীল ভিডিও তৈরিতে সক্ষম এবং ১০ সেকেন্ডের ভিডিও খুব সহজে তৈরি করতে পারে, অন্যদিকে ডুওবাও-সিউইড ৩০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ক্লিপ তৈরি করতে সক্ষম।

বাইটড্যান্সের ক্লাউড ইউনিটের প্রেসিডেন্ট তান দাই জানান, এই মডেলগুলি ডুওবাও AI মডেলের অংশ এবং প্রতিষ্ঠানটি গত বছর ডুওবাও চ্যাটবট চালু করেছে। ডুওবাও AI মডেল ডুওইন এবং জিয়ানইংয়ের ভিডিও থেকে প্রশিক্ষণ লাভ করেছে।

নতুন AI মডেলটি ব্যবহার করে তৈরি কিছু ভিডিও প্রকাশ করেছে বাইটড্যান্স। তান দাই বলেছেন, এই মডেলটি ভিডিও নির্মাণের ক্ষেত্রে একটি বাস্তব ও স্থায়ী অভিজ্ঞতা সৃষ্টি করতে পারে। ভিডিওর শটগুলোতে সুনিপুণ পরিবর্তন দেখা যায়, যা অন্যান্য মডেলের জন্য এখনও একটি চ্যালেঞ্জ।

চীনে AI ভিডিও-জেনারেশন প্রোগ্রামের বাজার ২০২৬ সালের মধ্যে ১.৩ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, যেমন মিনিম্যাক্স, শেংশু এবং আলিবাবা, সম্প্রতি নতুন ভিডিও তৈরির AI পণ্য উন্মুক্ত করেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট