আজ আদালতে হাজির করে সিয়ামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তাদের বক্তব্যে বলা হয়, সিয়াম হোসেন শাহরিয়ার হোসেন হত্যা মামলায় জড়িত এবং হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ জরুরি। অপরদিকে, আসামিপক্ষ রিমান্ডের আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সিয়াম হাসানকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, শাহরিয়ার ১৯ জুলাই গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২০১৮ সালের ৪ আগস্ট রাতে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলা হয়। সেদিন তিনি সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে ছিলেন। হামলার পর বদিউল আলম মজুমদার মামলা করেন।
গাড়িবহরে হামলার পাঁচ বছর পর, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ৯ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেয় ডিবি, যার মধ্যে সিয়াম হাসানও ছিলেন। পরে তিনি জামিন পান। মার্শা বার্নিকাট ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।