গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির অঙ্গসংগঠনের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের ফলস্বরূপ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ককটেল বিস্ফোরণের ফলে আতঙ্ক সৃষ্টি হয়।
বুধবার বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় এই ঘটনা ঘটে। এর ফলে আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, পরে পুলিশ ও সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আবার যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার এসকিউ সেলসিয়াস লিমিটেড সোয়েটার কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের সূচনা। গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস এম পলাশ চঞ্চল ঝুট কেনার জন্য কার্যাদেশ পেয়েছিলেন। বুধবার ট্রাক নিয়ে কারখানায় মালামাল লোড করার সময় হঠাৎ করে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে কারখানার ফটকে উপস্থিত হয়ে পলাশের ব্যক্তিগত অফিস ও গাড়ি ভাঙচুর শুরু করে। একপর্যায়ে আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ট্রাকে ঝুট বের করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, উত্তেজিত লোকজন গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালামের পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন। এক সপ্তাহ ধরে পলাশ ও আবুল কালামের মধ্যে ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলছিল, যা এই ঘটনায় আরও গভীরতর হয়।
আবুল কালাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ঝুট ব্যবসার সঙ্গে জড়িত নই এবং আজ ঢাকায় আছি।” অপরদিকে, পলাশ চঞ্চল বলেন, “আমি বৈধভাবে ব্যবসা শুরু করেছি এবং আমার অফিসে ভাঙচুর ও হামলার ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীকে জানিয়েছি।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, “দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছিল। ঘটনার তদন্ত চলছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”