দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪৭

মেয়াদপূর্তির দিনই মিলবে সঞ্চয়পত্রের আসলসহ মুনাফার টাকা

বাংলাদেশ ব্যাংক।

সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির দিনই আসলসহ মুনাফার টাকা পাওয়া যাবে। গ্রাহকের ভোগান্তি কমাতে বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে।

এত দিন সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার পর আসল টাকা তুলতে সময়ক্ষেপণসহ নানা ভোগান্তির শিকার হতেন গ্রাহকেরা। নতুন এ নির্দেশনার ফলে এ ভোগান্তি দূর হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রি করা সঞ্চয়পত্রের মুনাফা বা সুদ সময়মতো গ্রাহকদের কাছে পাঠানো নিশ্চিত করতে হবে। এ জন্য সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির তারিখেই মুনাফাসহ মূল অর্থ বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে গ্রাহকের হিসাবে জমা করতে হবে।

জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন সঞ্চয়পত্র, সঞ্চয় বন্ড বিক্রি ও বিক্রির পর অন্যান্য সেবা যথাযথভাবে দেওয়া হবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট