মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট ২০২৪ জয়ী হয়েছেন ১৮ বছর বয়েসী রিয়া সিং। রবিবার রাজস্থানের জয়পুরে গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করা হয়। এই শিরোপা জয় করে রিয়া আবেগপ্রবণ।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জিতে আমি খুবই কৃতজ্ঞ। এই পর্যায়ে পৌঁছাতে অনেক পরিশ্রম করেছি এবং নিজেকে এই জয় জন্য যোগ্য মনে করি। পূর্ববর্তী জয়ীদের থেকেও অনুপ্রাণিত।”
রিয়ার জীবনের অনেক দিক রয়েছে, যা কম লোকেই জানে। পুরস্কার জয়ের জন্য তিনি দীর্ঘদিন চেষ্টা করেছেন। এই অনুষ্ঠানের বিচারক ছিলেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা, যিনি বলেন, “মিস ইউনিভার্সে আমাদের দেশ ভালো ফল করবে। সব প্রতিযোগীই পরিশ্রমী ও নিবেদিত।”
রিয়া ছিল মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি। তিনি ১৭ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেন এবং মুকুট জয় করে ১৬ নভেম্বর, ২০২৪-এ মেক্সিকোতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৪-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন।
রিয়া ২০২২ সালে আহমেদাবাদ মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেন এবং জিএলএস ইউনিভার্সিটি থেকে পারফর্মিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী ব্রিজেশ সিংহের কন্যা, এবং তার বাবা-মা তার স্বপ্ন ও ক্যারিয়ারের জন্য অনেক সাপোর্ট দিয়েছেন।
রিয়া ১৬ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন, ডিভা’স মিস টিন গুজরাট এবং মিস টিন আর্থ ২০২৩-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে দুটি শিরোপা জয় করেন।