দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১১:০৯

বেরোবিতে একযোগে ১৭টি প্রশাসনিক পদের নিয়োগ।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একযোগে ১৭ জন শিক্ষককে প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর অনুমোদনে আজ মঙ্গলবার পৃথক অফিস আদেশ জারি করা হয়। এসব পদে একজন পরিচালক, দুইজন সহকারী প্রক্টর এবং তিনটি আবাসিক হলে ১৪ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন।

 

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। এই নিয়োগ আদেশ গতকাল থেকে তিন বছরের জন্য কার্যকর হবে।

 

সহকারী প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল-মাহাবুব এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এ. টি. এম জিন্নাতুল বাসার, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. রাসেল উদ্দীন, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মো. সাইফুদ্দিন খালেদ।

 

শহীদ মুখতার ইলাহি হলে সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চার্লস ডারউইন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেলাল উদ্দিন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল হাফিজ খান রাকিব, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ত্বহা হুসাইন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. হাসান তারেক।

 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী ইসলাম, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক লুবনা আক্তার, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সীমা আক্তার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মুনমুন আক্তার।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট