দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০২:৪৮

যে কারণে গ্রেপ্তার হন নাট্যনির্মাতা রিংকু

জনপ্রিয় নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতের পর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যা ১২ সেপ্টেম্বর দায়ের করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম বলেন, মামলার বিস্তারিত জানাতে পারেননি কারণ তিনি থানার বাইরে ছিলেন।

রিংকুর গ্রেপ্তারির খবর শুনে তার সহকর্মীরা প্রতিবাদে সরব হন। অভিনেতা খায়রুল বাসার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারেন না এবং যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি আটক হন, তবে সবার উচিত প্রতিবাদ করা। রিংকুর ঘনিষ্ঠজনদের ধারণা, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে তার রাজনৈতিক সম্পৃক্ততার জন্যই এই গ্রেপ্তার।

 

এর আগে, চলতি বছরের এপ্রিলে ‘ট্রান্সজেন্ডার’ ইস্যু নিয়ে তার নির্মিত নাটক ‘রূপান্তর’ বিতর্ক সৃষ্টি করেছিল এবং ওই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী