দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৩:৪৭

জাতীয় বিশ্ববিদ্যালয়: এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন সময়সীমা আবার বাড়ানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগের ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে এখন আবেদন করতে পারবেন ১৭ অক্টোবর পর্যন্ত। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রাথমিক আবেদন অনলাইনে ১৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

 

গবেষণায় বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, এবং বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কিত বিষয়গুলো অগ্রাধিকার পাবে। যারা ইতোমধ্যে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না। আবেদন ফি ১,০০০ টাকা, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে বা পে স্লিপের মাধ্যমে জমা দিতে হবে। প্রার্থীদের আবেদন ফরমের প্রিন্ট কপি ২১ অক্টোবরের মধ্যে সংগ্রহ করতে হবে।

 

অবশ্যই প্রার্থীদের পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপি এবং গবেষণা প্রস্তাবনার সারসংক্ষেপ স্ক্যান করে আপলোড করতে হবে। এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামের লিখিত পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তীতে জানানো হবে।

 

**গুরুত্বপূর্ণ তারিখ:**

– অনলাইনে আবেদন শেষ: ১৭ অক্টোবর ২০২৪

– টাকা জমার শেষ দিন: ২১ অক্টোবর ২০২৪

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট