দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৩:২১

হাতে মাখা খিচুড়ি খেয়ে দেখেছেন?

খিচুড়ি রান্নার সময় কিছুক্ষণ পরপর মসলা দেওয়ার ঝামেলা এড়াতে সিতারা ফিরদৌস সব মসলা একসঙ্গে মেখে রান্নার একটি সহজ রেসিপি দিয়েছেন।

 

**উপকরণ:**

 

– কাটারিভোগ চাল: ২ কাপ

– মসুর ডাল: ১ কাপ

– আদাবাটা: ১ চা-চামচ

– রসুনবাটা: ১ চা-চামচ

– পেঁয়াজকুচি: ½ কাপ

– কাঁচা মরিচ: ৮-১০টি

– হলুদগুঁড়া: ১ চা-চামচ

– মরিচগুঁড়া: ১ চা-চামচ (বা স্বাদ অনুযায়ী)

– লবণ: স্বাদমতো

– শর্ষের তেল: ½ কাপ

– ধনেপাতাকুচি: ৩ টেবিল চামচ

– তেজপাতা: ২টি

– দারুচিনি: ২ টুকরা

– ছোট এলাচি: ৪টি

– পানি: ৫-৬ কাপ

 

**প্রণালি:**

 

১. প্রথমে চাল ও ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।

 

২. একটি হাঁড়িতে তেল দিন এবং তেলে পেঁয়াজ, আদা, দারুচিনি, তেজপাতা, এলাচি, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, লবণ, চাল ও ডাল একসঙ্গে যোগ করুন।

 

৩. এরপর গরম পানি যোগ করুন।

 

৪. পানি কমে এলে চুলার জ্বাল কমিয়ে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন।

 

এখন সুস্বাদু খিচুড়ি পরিবেশন করতে পারেন!

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট