পরীক্ষার্থীদের আন্দোলনের পর বাতিল হওয়া এইচএসসি পরীক্ষায় ব্যয় না হওয়া ফি ফেরত পাবেন শিক্ষার্থীরা। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৪-এর স্থগিত পরীক্ষাগুলো ২০ আগস্ট বাতিল করা হয়। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেগুলোর জন্য পত্রপ্রতি (তত্ত্বীয়) উত্তরপত্র মূল্যায়ন ফি ও ব্যবহারিক পরীক্ষার অব্যয়িত অর্থ পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
**ক. বোর্ড থেকে ফেরত:** ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করা শিক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত প্রতিটি পত্রের জন্য ৪০ টাকা করে ফেরত দেওয়া হবে। এই অর্থ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে, যেখানে শিক্ষার্থীরা তা গ্রহণ করবেন।
**খ. কেন্দ্র থেকে ফেরত:** আইসিটি ছাড়া সব ব্যবহারিক বিষয়ের জন্য ৪৫ টাকা করে ফেরত দেওয়া হবে। এই অর্থ শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠান থেকে গ্রহণ করবেন।
**গ. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেন্দ্রকে দেওয়া ফি:** কেন্দ্রকে আদায় করা টাকার ১০ শতাংশ কেটে অবশিষ্ট টাকা কেন্দ্রকে দেওয়া হবে, যা পরীক্ষা পরিচালনা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কাজে ব্যয় হবে।