দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৩:৫০

“জাতীয় কবিকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়ার চেষ্টা করবো।”

সরকার কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে বিখ্যাত গীতিকার, কবি ও লেখক লতিফুল ইসলাম শিবলীকে নিয়োগ দিয়েছে। তিনি আগামী দুই বছরের জন্য কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮-এর ধারা-৯ (২) অনুযায়ী দায়িত্ব গ্রহণ করবেন। সম্প্রতি ছাত্র আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে শিবলী জানান, তিনি দু’দিনের মধ্যে অফিসে যোগ দেবেন, কিছু প্রক্রিয়া শেষ হলেই।

 

নজরুল ইসলাম নিয়ে শিবলী বলেন, “কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, কিন্তু তাঁর কাজের পরিধি কম। সাংবিধানিকভাবে তাঁকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবো।” তিনি পাঠ্যপুস্তকে কাজীর লেখাকে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

শিবলী বলেন, “জুলাইয়ের ছাত্র আন্দোলনে কাজী নজরুলের লেখাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। তাঁর লেখায় প্রেম, রাগ, প্রতিবাদ, দ্রোহ এবং শান্তি—সবই প্রাসঙ্গিক। তাই কাজ করার অনেক সুযোগ রয়েছে।”

 

শেষে তিনি উল্লেখ করেন, “আমি সারাজীবন বিদ্রোহী কবি নজরুলের মতো হতে চেয়েছি। ইনশাআল্লাহ, আমি নজরুলের কাব্য চেতনাকে বিশ্বময় ছড়িয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট