দ্যা নিউ ভিশন

এপ্রিল ৭, ২০২৫ ০৩:১৮

মুগ্ধতা ছড়িয়ে দেশে ফিরে এলেন স্নিগ্ধা।

ভারতের জিআইসিডব্লিউ ফ্যাশন উইক মাতিয়ে দেশে ফিরলেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই ফ্যাশন-উইকে বাংলাদেশকে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করেন স্নিগ্ধা। তিনি ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির খ্যাতিমান মডেলদের সঙ্গে ক্যাটওয়াক করে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। বাংলাদেশের আশিকুর রহমান পনিরের কোরিওগ্রাফিতে বেনারসি শাড়ি পরে র‌্যাম্পে হেঁটেছেন তিনি। স্নিগ্ধা বলেন, “এটা আমার জীবনের একটি বড় ঘটনা। এত বড় শোতে আগে হাঁটা হয়নি। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক বিস্তৃত, সেখানে থেকে অনেক কিছু শিখেছি।” আগামীতে আরও বড় কাজের পরিকল্পনা রয়েছে তার।

 

মডেলিংয়ের পাশাপাশি স্নিগ্ধা সিনেমাতেও অভিনয় করছেন। জাজ মাল্টিমিডিয়ার ‘রাস্তা’ সিনেমায় সিয়ামের বিপরীতে তাকে দেখা যাবে, যা রায়হান রাফী পরিচালিত। যদিও এই ছবির ভবিষ্যৎ সম্পর্কে এখনও কোনো খবর আসেনি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী