জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে, যেখানে বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ছিলেন। তবে তিনি এখন এই বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন। ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে, কিন্তু সময়ের অভাবে সেগুলো বিচার-বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে আমি বিভিন্ন কাজে ব্যস্ত, তাই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সময় দিতে পারব না এমন পদে না থেকে অন্যদের সুযোগ দেওয়া ভালো মনে হয়েছে।”
আগে, ১৫ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের জন্য নতুন ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করে। এতে অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) সভাপতি হিসেবে ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়, সদস্যসচিব হিসেবে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে।