দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:৪৪

ডেঙ্গু মোকাবিলায় সরকার ১০টি টিম গঠন করেছে।

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সিটি কর্পোরেশনে মশক নিধন অভিযান কার্যক্রম বাস্তবায়ন, সমন্বয় ও তদারকির জন্য ১০টি টিম গঠন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ৩টি টিম কাজ করবে। নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও অন্যান্য সিটি কর্পোরেশনে পৃথক একটি টিম গঠন করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের জরুরি সভায় এই কমিটিগুলো গঠন করা হয়। ঝুঁকিপূর্ণ এলাকা যেমন সাভার, দোহার, তারাব ও রূপগঞ্জের জন্যও একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে।

 

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবদের নিয়ে একটি ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা তথ্য সংগ্রহ এবং কার্যক্রমের সমন্বয় করবে। টিমগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রতিদিন অন্তত ৩টি ডেঙ্গু প্রাদুর্ভাব এলাকা পরিদর্শন করবেন এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের তদারকি করবেন।

 

এছাড়াও, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবেদনগুলো নিয়মিতভাবে ওয়েবসাইট, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে।

 

সভায় ডেঙ্গু রোগ থেকে নাগরিকদের সুরক্ষা, মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান ও লার্ভা নিধনসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভার সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট