বিল গেটস কিংবা মার্ক জাকারবার্গকে কখনো উজ্জ্বল লাল বা হলুদ রঙের পোশাক পরতে দেখা যায়? অতি ধনী ও তারকারা তাঁদের ‘সিগনেচার স্টাইল’ বজায় রাখেন। সিনেমার দৃশ্য ছাড়া প্রয়োজনীয়তা হলে তাঁরা সাধারণ, হালকা, নিরপেক্ষ রঙের পোশাকই পরেন, যা তাঁদের আভিজাত্য প্রকাশ করে। ধনী ও প্রভাবশালী মানুষরা নির্দিষ্ট ব্র্যান্ডের লোগোর চেয়ে নিজেদের অভিজাত ব্র্যান্ডে পরিণত হন।
প্রভাবশালী ব্যক্তিরা প্যাস্টেল শেড এড়িয়ে চলেন কারণ এগুলো কর্তৃত্বের অনুভূতি সৃষ্টি করে না। গাঢ় রঙ, যেমন গাঢ় নীল বা বারগান্ডি, ক্ষমতার প্রকাশ ঘটায়।
বহু রঙের প্রিন্ট ও প্যাটার্নের বদলে তাঁরা একরঙা পোশাক বেছে নেন, কারণ পরিচ্ছন্ন লুকই তাঁদের প্রাধান্য। উজ্জ্বল হলুদ যেমন প্রাণোচ্ছল, তেমনই শিশুতোষ, যা গাম্ভীর্যের অভাব দেখায়।
উজ্জ্বল লাল কর্তৃত্বপূর্ণ হলেও অতিরিক্ত মনোযোগ আকর্ষণ করে। ধনী ব্যক্তিরা কাজের মাধ্যমে প্রভাব বিস্তার করেন, পোশাকের রঙ দিয়ে নয়।
নিয়ন শেড চোখের জন্য অস্বস্তিকর এবং পোশাককে অপেশাদার দেখাতে পারে, তাই তাঁরা এড়িয়ে চলেন। অতিরিক্ত সোনালি বা রুপালি রঙও জাঁকজমকপূর্ণ এবং গাম্ভীর্যহীনতা প্রকাশ করে।
অবশেষে, উজ্জ্বল কমলা রঙ হাস্যোজ্জ্বল দেখায়, তবে তা অপেশাদারভাবকেও তুলে ধরে। প্রভাবশালী ধনীরা সাধারণত মেটে বা হালকা রঙের পোশাকই পছন্দ করেন, যা তাঁদের মর্যাদা ও গ্রহণযোগ্যতা বজায় রাখে।