হাতে–কলমে নয়, ‘খাতা-কলমে’ তৈরি করতে হবে এমন একটি উড়োজাহাজ, যা দ্রুতগতিতে দীর্ঘসময় চলতে পারবে—এই ছিল প্রতিযোগিতার বিষয়। তাছাড়া, প্রতিকূল পরিবেশে দরকারি পণ্য পৌঁছে দেওয়ার সক্ষমতা থাকতে হবে এবং এটি পাইলটবিহীন, ভূমি থেকে নিয়ন্ত্রিত হবে। যুক্তরাষ্ট্রের দ্য ভার্টিক্যাল ফ্লাইট সোসাইটির আন্তর্জাতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নবাগত দলের পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘এয়ারবোর্ন ফিনিকস’ দল।
দলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ৭টি দেশের ২০টি দলের মধ্যে তারা নির্বাচিত হয়। আব্দুল্লাহ আল আজিজ (দলনেতা) ও মো. সামিউল্লাহ প্রধান (সহদলনেতা) সহ আট সদস্যের এই দলের কাজের ভিত্তি ছিল গত বছরের তুরস্ক-সিরিয়া ভূমিকম্পের প্রেক্ষাপট। তাদের নকশায় হাইড্রোজেন ফুয়েল সেল এবং কোএক্সিয়াল রোটর ব্যবহারের মাধ্যমে দক্ষতা ও পরিবেশবান্ধবত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এবং তারা ভবিষ্যতে প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনা দেখছেন, তবে গবেষণা ও অবকাঠামোর জন্য পর্যাপ্ত বিনিয়োগের প্রয়োজন।