দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:৩৬

নতুন রূপে দেখা মিলল কুসুমের।

প্রায় আট বছর পর ‘শরতের জবা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন কুসুম শিকদার। তিনি অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখা, পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও নিয়েছেন। কুসুম অক্টোবর বা নভেম্বরে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন।

‘শরতের জবা’ প্রকাশিত পোস্টার ও টিজার নিয়ে তিনি বলেন, “প্রথম সিনেমা হিসেবে সবার কাছ থেকে সাপোর্ট পাচ্ছি।” এই সাইকোলজিকাল থ্রিলার গল্পে ভৌতিক আবহ, রহস্য ও প্রেম মেশানো রয়েছে। মুক্তির তারিখ সম্পর্কে কুসুম জানান, দেশের পরিস্থিতির কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না, তবে আশা করছেন দ্রুত মুক্তি দিতে পারবেন।

 

প্রায় পাঁচ বছর আগে কুসুম এই সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন, যা ২০২১ সালে বই আকারে প্রকাশ পায়। সিনেমাটিতে দুটি প্রধান নারী চরিত্র—জবা ও বেলী। কুসুম জবা চরিত্রে অভিনয় করেছেন, এবং বেলীর চরিত্রে নিদ্রা দে নেহা। অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, ও নরেশ ভূঁইয়া। কুসুম শেষবার বড় পর্দায় ২০১৬ সালে ‘শঙ্খচিল’ সিনেমায় দেখা গিয়েছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট