দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:১২

ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি: সালেহউদ্দিন আহমেদ

সালেহউদ্দিন আহমেদ।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি। অনেক জায়গা থেকে বলা হয়েছে ভালো সিদ্ধান্ত হয়েছে।’

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘যে পরিমাণ ইলিশ রপ্তানি হচ্ছে, তা চাঁদপুর ঘাটের এক দিনের ইলিশও না। অনেক ভেবেচিন্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমোশনাল (আবেগতাড়িত হয়ে) কথা বলে লাভ নেই।’

গতকাল শনিবার ছুটির দিন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলেছে, এটা তাদের সিদ্ধান্ত না, বরং তাদের আপত্তি থাকার পরও বাণিজ্য মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে।

দায়িত্বশীল মহল থেকে বলা হয়েছিল যে ইলিশ মাছ রপ্তানি হবে না, এ প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘যা-ই বলা হোক, তিন হাজার টন রপ্তানি হবে। আমাদের বছরে উৎপাদন হয় ৫ লাখ ৩০ হাজার টন ইলিশ। তিন হাজার টন চাঁদপুর ঘাটে এক দিনে আসা ইলিশের পরিমাণের চেয়েও কম। আর দায়িত্বশীল মহলের একজন বলেছে। আরও বড় দায়িত্বশীল মহল বলেছে পাঠানো যেতে পারে।’

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তা ছাড়া ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধাও আছে। বৈদেশিক মুদ্রা আসবে। রপ্তানি না করলে চোরাচালান হয়।

ভারতে ইলিশ রপ্তানি করায় দেশের বাজারে দাম বাড়বে কি না, এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দাম তো এমনিই বাড়ায় ব্যবসায়ীরা। এর জন্য বাড়াবে কেন? এটা ঠিক, কিছু লোকের সমস্যা হচ্ছে। কিন্তু আমি মনে করি না এটা বিরাট ক্ষতিকারক। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই।’

সালেহউদ্দিন আহমেদের প্রশ্ন, ‘ওদের (ভারতের) পেঁয়াজ আসছে না সস্তা দরে? তাহলে মানা করে দেন তাদের পেঁয়াজ খাবেন না। এগুলো ইমোশনাল কথাবার্তা। এগুলো বলে লাভ নেই। ওরা পেঁয়াজের শুল্ক কমিয়ে দিয়েছে। পেঁয়াজ তো আসছে।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট