দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৫১

তারেক রহমান ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম আজ রোববার এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে ইতিহাস বিকৃত করে বক্তব্য দেওয়ার অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় মামলা হয়। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ওই মামলা করেন ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম। জাহিদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের তৎকালীন উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক।

ওই মামলা তদন্ত করে গত বছরের ২ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে আদালত গত ২৯ জুলাই অভিযোগপত্র আমলে না নিয়ে মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতির আদেশ দেন। তখন রাষ্ট্রপক্ষ মামলাটির অধিকতর তদন্তের আদেশ চেয়ে আদালতে আবেদন করে। সেই আবেদনের ওপর শুনানির জন্য আজ রোববার দিন ধার্য ছিল। আদালত অধিকতর তদন্ত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন। এর ফলে মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট