দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:২৮

যে তিনটি সিনেমা আর নির্মিত হচ্ছে না।

শিল্পীদের সঙ্গে চুক্তি হয়েছিল এবং শুটিংয়ের সময়ও চূড়ান্ত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ‘রাস্তা’, ‘সাহেব’ ও ‘লীলা’র ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এই তিন ছবির প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীরা এ কথা জানিয়েছেন।

২০২১ সালের শেষে ‘রাস্তা’ ছবির ঘোষণা আসে, এবং বলা হয়েছিল ২০২২ সালের শুরুতে শুটিং শুরু হবে। সিয়াম ও নবাগত স্নিগ্ধা চৌধুরীকে নিয়ে পরিচালনা করবেন রায়হান রাফী। ছবির পরিচালকের পারিশ্রমিক ছিল ১০১ টাকা, এবং নায়ক সিয়ামের পারিশ্রমিক ছিল ১ হাজার ১ টাকা, যা নিয়ে তখন আলোচনা হয়েছিল। কিন্তু পরে ছবিটির শুটিং আর হয়নি। প্রযোজক আবদুল আজিজ জানান, সবকিছু ঠিক থাকলেও গল্পের কারণে সেন্সরে সমস্যা হতে পারে বলে তিনি উদ্বিগ্ন ছিলেন। সিয়ামও শুটিংয়ের শিডিউল পেছাতে বলেছিলেন। আবদুল আজিজ বলেন, “শিল্পী ও পরিচালকের সঙ্গে চুক্তি হয়েছিল, কিন্তু সিয়াম আরও সময় চাইলেন। এখন মনে হচ্ছে ছবিটি আর হবে না।”

 

‘লীলা’ ছবিটি ঈদুল আজহায় মুক্তির কথা ছিল। ২২ মার্চ আদর আজাদ ও পূজা চেরীর সঙ্গে শুটিং শুরুর পরিকল্পনা ছিল, কিন্তু দুদিন আগে শুটিং বাতিল হয়ে যায়। এখন শোনা যাচ্ছে ছবিটি আর হবে না। পরিচালক আলোক হাসান জানান, শুটিংয়ের ঠিক দুদিন আগে ছবির কাজ বাতিল হয়েছে এবং প্রায় ২০-২২ লাখ টাকা খরচ হয়ে গেছে। তিনি বলেন, “প্রযোজকের কথাবার্তা শুনে মনে হচ্ছে ছবিটি আর হচ্ছে না। আমি আশা ছেড়ে দিয়েছি।”

 

অন্যদিকে, ‘সাহেব’ সিনেমার শুটিংও গত আগস্টে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা পিছিয়ে গেছে। পরিচালক সাইফ চন্দন বলেন, “বর্তমান পরিস্থিতির কারণে প্রযোজক হয়তো ছবিটি আর করবেন না। তাঁর আগ্রহ নেই, তবে অন্য কোনো প্রযোজক পেলে ছবিটি হতে পারে, কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট