দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৩২

‘দেশি-বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র চলছে।’

সংগৃহীত ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, “এসব ষড়যন্ত্র চিহ্নিত করে রুখে দিতে হবে।”

রবিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে যুক্তরাষ্ট্রের “লাভ শেয়ার বিডি-ইউএস” এর আয়োজনে ‘স্বৈরাচার হাসিনা সরকারের পতনে সাংবাদিক সমাজের ভূমিকা ও বর্তমান করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন তিনি, এবং সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

এ দিন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পাঁচ সাংবাদিকের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল। তবে দুই পরিবারের সদস্যরা অনুপস্থিত থাকায় তিন পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। নিহত সাংবাদিকদের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেয়া হয়। নিহত সাংবাদিকরা হলেন ঢাকা টাইমস-এর সিনিয়র রিপোর্টার হাসান মেহেদী, ফ্রিল্যান্স সাংবাদিক তাহির জামান প্রিয়, গাজীপুরের দৈনিক ভোরের আওয়াজের সাংবাদিক শাকিল হোসেন, দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি আবু তাহের মোহাম্মদ তুরাব এবং দৈনিক খবরপত্রের রায়গঞ্জ প্রতিনিধি প্রদীপ কুমার ভৌমিক।

এ সময় অর্থ সহায়তা প্রদানকারী যুক্তরাষ্ট্রের দাতব্য প্রতিষ্ঠান লাভ শেয়ার বিডি-ইউএস-এর পরিচালক ফজলে ভূঁইয়া নওশাদ, জাহিদ খান, এবং আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বর্তমান সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, এবং অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট