দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৪০

হার্টের আকার বৃদ্ধি পেলে

হার্টের আকার বৃদ্ধি পাওয়ার অনেক কারণ রয়েছে, যার মধ্যে প্রধান কারণগুলো হলো: অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপ, জন্মগত হৃদরোগ, হার্টের ভাল্বের সমস্যা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, বাত ব্যথা, বাতজ্বর, হার্ট ব্লক, মাদক সেবন, কেমোথেরাপি, এবং রেডিও থেরাপি। যে কারণই হোক, হার্ট বড় হলে রোগীর লক্ষণগুলো সাধারণত একই থাকে।

প্রত্যেক মানুষের হার্টের একটি নির্দিষ্ট আকার থাকে, যা সাধারণত তার মুষ্টির আকারের কাছাকাছি। হার্ট একটি মাংসপিণ্ডের থলের মতো, যার মধ্যে রক্ত ভর্তি থাকে এবং এটি সংকোচন করে রক্তকে বড় রক্তনালিতে প্রেরণ করে। প্রতি মিনিটে হার্ট ৭২ বার সংকোচন করে, রক্ত প্রবাহ নিশ্চিত করে।

 

যদি হার্টকে বেশি কাজ করতে হয় বা দীর্ঘ সময় ধরে চাপের মধ্যে থাকতে হয়, তবে হার্টের আকার বৃদ্ধি পেতে থাকে। প্রাথমিকভাবে হার্টের দেয়াল মোটা হয়ে যায় এবং পরে ফাঁপা অংশের আকার বড় হতে থাকে।

 

হার্টের আকার বৃদ্ধির ফলে অধিক অক্সিজেন ও রসদের প্রয়োজন হয়, কিন্তু রক্তনালির আকার অপরিবর্তিত থাকায় অক্সিজেনের ঘাটতি সৃষ্টি হয়। এর ফলে হার্ট দুর্বল হয়ে পড়ে, কর্মক্ষমতা কমে যায়, এবং রোগীর বুকে ব্যথা, মাথা হালকা হওয়া, বুক ধড়ফড় করা, এবং শ্বাসকষ্ট হতে পারে।

 

দীর্ঘকাল ধরে এই অবস্থা চলতে থাকলে হার্ট ফেইলুর সৃষ্টি হতে পারে, ফলে অন্যান্য উপসর্গও দেখা দিতে পারে, যেমন রাতে শ্বাসকষ্ট বা শুকনো কাশি, পেট ফেঁপে যাওয়া, এবং পেটে অতিরিক্ত গ্যাস উৎপন্ন হওয়া। তাই এসব বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

 

লেখক: চিফ কনসালটেন্ট, শমশের হার্ট কেয়ার, শ্যামলী, ঢাকা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট