দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৫২

বকেয়া পরিশোধ ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে দিনাজপুর পলিটেকনিকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বকেয়া বেতন পরিশোধসহ চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ২৪ শিক্ষকছবি: প্রথম আলো

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) থেকে নিয়োগ পাওয়া শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন ২৪ জন ভুক্তভোগী শিক্ষক। এ সময় শিক্ষার্থীরাও তাঁদের সমর্থন জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইনস্ট্রাক্টর (নন–টেকনিক) আবু সাইদ, পাওয়ার বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর সানিয়াত বোরহান, মেকানিক্যাল বিভাগের ইনস্ট্রাক্টর আব্দুল হাকিম ও জুনিয়র ইনস্ট্রাক্টর জেসমিন আরা।

লিখিত বক্তব্যে আবু সাইদ বলেন, ২০১০ সালে দেশে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার স্টেপ প্রকল্প চালু করে। বিশ্বব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান এই প্রকল্পে অর্থায়ন করে। প্রকল্পের আওতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুসারে ১ হাজার ১৫ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়, যার মধ্যে বর্তমানে ৭৩৮ জন কর্মরত আছেন।

তিনি আরও জানান, ২০১৯ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়। তখন শিক্ষকসংকটের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৯-২০ অর্থবছরে ১২ মাসের বেতন তিন ধাপে পরিশোধ করা হলেও ২০২০ সাল থেকে এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

জেসমিন আরা বলেন, “আমি প্রায় ৫ বছর ধরে বিনা বেতনে চাকরি করছি। মন্ত্রণালয় আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আমাদের মধ্যে বর্তমানে অনেকের বয়স ৩৪-৪০ বছর। নতুন সরকারি কর্মস্থলে যাওয়ারও কোনো সুযোগ নেই।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট