দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৩২

“সাড়ে ৩ মাস পর ক্লাসে ফিরলেন ঢাবির শিক্ষার্থীরা”

দীর্ঘ সাড়ে ৩ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা আজ ক্লাসে ফিরেছেন। রোববার থেকে প্রথম বর্ষ ছাড়া অন্য বর্ষগুলোর ক্লাস শুরু হয়েছে, আর প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

গত ২ জুন বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়েছিল এবং ১ জুলাই ক্লাস পুনরায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ‘প্রত্যয়’ নামে সর্বজনীন পেনশনের নতুন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকেরা কর্মবিরতিতে যান।

এদিকে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ে ঢাবির শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ে, যার ফলে বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে যায়। এরপর ১১২ দিন পর আজ আবার শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন।

 

উল্লেখ্য, ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করে ভারতে চলে যান, এবং ১০ আগস্ট উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালও পদত্যাগ করেন। পরবর্তীতে ২৭ আগস্ট নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট