দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৫৪

প্রকাশ্যে নচিকেতা ও জয়ের বিশেষ আয়োজন

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী এবং ঢাকার জয় শাহরিয়ার দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছেন। এবার তারা শ্রোতাদের জন্য উপহার দিলেন দ্বৈত অ্যালবাম *‘তথাগত’*, যেখানে রয়েছে ৭টি গান।

অ্যালবামের গানগুলো লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, এশরার লতিফ, তানবীর সাজিব, সালমা সুলতানা এবং মারুফ হাসান। সুর করেছেন জয় শাহরিয়ার, এবং সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার, মহান ফাহিম ও আমিন জামায়েল তিলক।

 

আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো: *‘আরেকটিবার বাঁচো’, ‘কেউ নেই ভালো’, ‘কিংবা তোমার কেউ না’, ‘উটপাখি’,* এবং *‘কথারা’*।

 

নচিকেতা বলেন, “আমি তথাগত, জয় তথাগত, আমরা তথাগত। সত্য ও সুন্দরকে ছড়িয়ে দিতে এসেছি। জয়ের জন্য আমার আশীর্বাদ ও শুভকামনা সব তথাগতদের জন্য।”

 

জয় শাহরিয়ার বলেন, “নচিদার সঙ্গে গান করা আমার জন্য এক শিক্ষাসফর। *তথাগত* অ্যালবামটি আমার জীবনের এক স্বপ্নের বাস্তবায়ন।”

 

অ্যালবামটি আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলসহ স্পটিফাই, আমাজন, আইটিউনস এবং স্বাধীন মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট