দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩১

মোহনীয় চোখ

**সুন্দর চোখ কাকে বলা হয়?**

সুন্দর চোখের সংজ্ঞা বোঝার আগে কিছু মৌলিক বিষয় জানা দরকার। নন্দনতত্ত্ব অনুযায়ী, যা আমাদের মন ও চোখকে আনন্দিত করে, তাই সুন্দর। এই অনুভূতির উৎস কোথায়? তাত্ত্বিকরা বলেন, সৌন্দর্য হচ্ছে সম্পর্কযুক্ত অংশগুলোর সুশৃঙ্খল বিন্যাস এবং এটি সমগ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর ফলে আমাদের মনে সমতা ও বৈচিত্র্যের অনুভূতি জাগে।

 

চোখের বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্কের ভারসাম্যই এই সমতার সৃষ্টি করে। চোখের অভ্যন্তরের অংশগুলো, যেগুলো আমরা দেখি, সেগুলোর সমন্বয়ও জরুরি। সৌন্দর্য দুইভাবে দৃষ্টিগ্রাহ্য হয়: প্রথমত, জন্মগত বা প্রাকৃতিক সৌন্দর্য এবং দ্বিতীয়ত, প্রযুক্ত সৌন্দর্য উপকরণ, যা চোখের মৌলিক সৌন্দর্যকে নতুন রূপ দেয়। বিউটি ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় দিকটি বেশি গুরুত্ব পায়—প্রাকৃতিক চোখের আকৃতি ও বৈশিষ্ট্যকে পরিবর্তন করে নতুন সৌন্দর্য সৃষ্টি করা হয়, যেমন, ছোট চোখকে বড় করা বা পাতলা আইব্রোকে ঘন করা।

 

কালের সাথে সুন্দরের ধারণা পরিবর্তিত হয়। এই পরিবর্তন দৃশ্যমান হলে তাকে ট্রেন্ড বলা হয়। চোখের সাজেও এটি প্রযোজ্য। বিউটিশিয়ানদের কৌশলে চোখ হয়ে ওঠে সমকালীন এবং ট্রেন্ডি। তবে সুন্দর চোখের কিছু চিরন্তন বৈশিষ্ট্য আছে, যা পূরণ হলে চোখকে সুন্দর বলে দাবি করা যায়:

 

– দুচোখের মধ্যকার দূরত্ব একটি চোখের সমান হতে হবে।

– আমন্ড আকৃতি।

– দীর্ঘ ও ঘণ আঁখিপল্লব।

– আইব্রোর শুরু সেখানে হওয়া উচিত, যেখানে চোখ শেষ হয়েছে।

– মণির আকৃতি চোখের সাইজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

– মুখের আকৃতি ও ত্বকের রঙের সঙ্গে মানানসই।

– অন্যান্য ফিচারের তুলনায় চোখের লুক সহজ ও প্রীতিকর হতে হবে।

– অভিব্যক্তিতে অপাপবিদ্ধতার প্রকাশ থাকা।

 

এসব শর্তের পাশাপাশি, চোখের আকার ও আকৃতির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য পায় এর সহজ ভাষা ও আবেদন। এটি দেখিয়ে দেয় আপনি কতটা মনোযোগী। মনোযোগের ভান ধরলেও, তা চোখের ভাষার মাধ্যমে সহজেই প্রকাশ পায়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট