ভক্ত ও দর্শকদের সঙ্গে নির্মাতাদের সম্পর্ক বৃদ্ধি এবং দ্বিমুখী যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে ইউটিউব নতুন সুবিধা ‘কমিউনিটিজ’ চালু করেছে। গত বুধবার ‘মেড অন ইউটিউব’ অনুষ্ঠানে এ সুবিধার ঘোষণা দেওয়া হয়।
নতুন ‘কমিউনিটিজ’ ফিচারটি একটি ফোরমাভিত্তিক দ্বিমুখী আলাপচারিতার প্ল্যাটফর্ম, যা ডিসকর্ড বা রেডিটের মতো কাজ করে। এখানে দর্শক ও ভক্তরা পোস্ট করতে পারবেন এবং মতামত প্রকাশ করতে পারবেন।
ইউটিউবে ইতিমধ্যে একটি ‘কমিউনিটি’ সুবিধা রয়েছে, যা ২০১৬ সালে চালু করা হয়। সেখানে নির্মাতারা লেখালেখি বা ছবি শেয়ার করেন, তবে সেখানে দর্শকদের মধ্যে যোগাযোগের সুযোগ নেই। নতুন ‘কমিউনিটিজ’ ফিচারটি এই দিক থেকে ভিন্ন। এটি নির্মাতাদের চ্যানেল ব্যবহার করে দর্শক ও ভক্তদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে।
এখন দর্শকরা শুধু মন্তব্য করে মতামত জানাতে পারতেন; তবে নতুন ফিচারের মাধ্যমে তারা পোস্ট করে নির্মাতা ও অন্যান্য দর্শকের সঙ্গে মতামত শেয়ার করতে পারবেন। ইউটিউবের মতে, ‘কমিউনিটিজ’ নির্মাতা এবং ভক্তদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার একটি প্ল্যাটফর্ম।
বর্তমানে এই সুবিধাটি কেবল গ্রাহকদের জন্য উপলব্ধ। কিছু নির্মাতা মোবাইলে এটি পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন। আগামী বছর আরো নির্মাতার জন্য এটি উন্মুক্ত করা হবে এবং ২০২৫ সালের মধ্যে এটি সকলের জন্য কার্যকর হতে পারে।