দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৫০

নতুন পরিচয়ে হাজির হলেন অভিনেত্রী কুসুম শিকদার

ছয় বছরের বিরতি শেষে পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত ও পরিচালিত সিনেমা ‘শরতের জবা’র টিজার। এই সিনেমার মাধ্যমে কুসুম শিকদারের পরিচালক হিসেবে অভিষেক ঘটছে।

কুসুম শিকদার জানান, “দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সেই পরিকল্পনা বদলাতে হয়েছে। আশা করছি, নভেম্বরে মুক্তি দিতে পারব। সবকিছু নির্ভর করছে দেশের স্থিতিশীলতার ওপর।”

 

অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “অনেক দিন পর দর্শক আমাকে পর্দায় দেখবেন। সর্বশেষ ২০১৮ সালে নাটকে কাজ করেছি, আর বড়পর্দায় শেষবার দেখা গেছে ২০১৬ সালে ‘শঙ্খচিল’ সিনেমায়। এতদিন পরে ফিরতে গিয়ে উদ্দীপনার পাশাপাশি কিছুটা নার্ভাসও লাগছে। আশা করছি, ভালো কিছু হবে।”

 

‘শরতের জবা’র গল্প, চিত্রনাট্য ও প্রযোজনাও করেছেন কুসুম শিকদার। তিনি বলেন, “সিনেমার পুরো যাত্রাটি ছিল অনেক পরিশ্রমের এবং শিক্ষণীয়। প্রথমবার সিনেমা পরিচালনা, প্রযোজনা, ও চিত্রনাট্য রচনা করেছি। এখন প্রমোশনের কাজ করছি, এটাও আমার জন্য নতুন অভিজ্ঞতা। এই সিনেমা আমাকে অনেক কিছু শিখিয়েছে।”

 

‘শরতের জবা’ সিনেমায় কুসুম শিকদারের সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জীতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, ও অশোক ব্যাপারী। উপদেষ্টা পরিচালক হিসেবে ছিলেন সুমন ধর, আর কুসুমের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট