বয়স বাড়ার সাথে সাথে ত্বকে দেখা দেয় বলিরেখা এবং কুঁচকানো ভাব, যা অনেকেই সহজে মেনে নিতে পারেন না। বিশেষ করে নারীরা সবসময়ই ঝকঝকে ও তারুণ্যদীপ্ত ত্বকের স্বপ্ন দেখে থাকেন। এই স্বপ্ন পূরণের জন্য স্বাস্থ্যকর ডায়েট এবং সঠিক স্কিনকেয়ার রুটিনের বিকল্প নেই। নিয়মিত সিটিএম (ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং) রুটিন মেনে চলার পাশাপাশি কিছু ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক থাকবে টানটান ও বলিরেখামুক্ত। নিচে তেমন কিছু কার্যকর ফেসপ্যাকের তথ্য দেওয়া হলো:
**অ্যালোভেরা ফেসপ্যাক:**
অ্যালোভেরা খনিজ ও ভিটামিনসমৃদ্ধ যা ত্বককে ভিতর থেকে হাইড্রেট করে এবং টানটান রাখে। অ্যালোভেরার রস মুখে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করলে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়বে।
**পেঁপের ফেসপ্যাক:**
পেঁপেতে থাকা প্রাকৃতিক উৎসেচক ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে সহায়তা করে। পাকা পেঁপে পেস্ট করে তাতে এক চা চামচ মধু মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই প্যাক ব্যবহার করলে ত্বকে বলিরেখা কমবে।
**শসার ফেসপ্যাক:**
শসা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ওপেন পোরস দূর করে। শসার পেস্টের সঙ্গে এক টেবিল চামচ দই মিশিয়ে মুখে লাগিয়ে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এতে ত্বক সতেজ ও বলিরেখামুক্ত হবে।
**কলার ফেসপ্যাক:**
কলা ত্বককে হাইড্রেট করে এবং স্থিতিস্থাপকতা বাড়ায়। একটি পাকা কলা চটকে তাতে এক চা চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বক তরুণ দেখাবে।
**বেসনের ফেসপ্যাক:**
বেসন ত্বক এক্সফলিয়েট করে মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বককে টানটান করে। দুই চা চামচ বেসনের সঙ্গে গোলাপ জল ও দই মিশিয়ে মুখে লাগান। আধা ঘণ্টা পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন।