দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৩১

তোফাজ্জল হত্যাকাণ্ড: ঢাবি প্রশাসনের ব্যর্থতা দাবি ছাত্র ইউনিয়নের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের নিন্দা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ও অন্যান্য সকল ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছে।

সংগঠনের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, প্রশাসনের ব্যর্থতা আড়াল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র রাজনীতির উপর দায় চাপিয়ে নিজেদের দায়মুক্তি করা হচ্ছে।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ছাত্র রাজনীতি বন্ধের এই সিদ্ধান্ত ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। তারা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে আসছে, কিন্তু প্রশাসন বরং এসব কর্মকাণ্ডকে মদদ দিয়ে আসছে।

 

ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনের হত্যাকাণ্ডের সময় প্রশাসনের নীরব ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়। সংগঠনটি আরও দাবি করে, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার ও নিরাপত্তা দিতে ব্যর্থ প্রক্টর ও প্রভোষ্টের পদত্যাগ দাবি করছে এবং ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট