দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:০০

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান ও তাঁর ছেলে আটক

গ্রেপ্তার। প্রতীকী ছবি

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এ কে এম নাসিরউদ্দিন (৬২) ও তাঁর ছেলে মো. আরিফকে (৩৩) আগ্নেয়াস্ত্রসহ আটকের কথা জানিয়েছে যৌথ বাহিনী। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আবহাওয়া অফিস রোডের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আজ সকাল ১০টার দিকে দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁদের কাছে অভিযোগ এসেছে, দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চরাঞ্চলে চেয়ারম্যান এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণেকে জিম্মি করে চাঁদাবাজি, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় ভোলা শহরের আবহাওয়া অফিস সড়কে এ কে এম নাসিরউদ্দিনের বাসায় তল্লাশি চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র (দেশি পাইপগান), ১০টি দেশি অস্ত্র (৫টি রামদা, ৪টি দা, ১টি শাবল) জব্দের পাশাপাশি নাসির উদ্দিন ও তাঁর ছেলে মো. আরিফকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের জব্দকৃত আগ্নেয়াস্ত্র, দেশি অস্ত্রসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট