দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৫৪

মেকআপ তোলার কিছু সহজ টোটকা:

সারা দিনের কর্মব্যস্ততা বা কোনো অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফেরার পর শরীর আর সায় দেয় না। সকালে মেকআপ করলেও দিন শেষে ক্লান্তি এসে যায়, মেকআপ তুলতে ইচ্ছা করে না। অনেকেই মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। সঠিক উপায়ে মেকআপ না তুললেও তা ত্বকে জমে থেকে ব্রণের সৃষ্টি করতে পারে। অনেকেই মেকআপ তুলতে কেমিক্যালযুক্ত ক্লিনজার ব্যবহার করেন, যা ত্বকের ক্ষতির কারণ হতে পারে। তাই ঘরোয়া উপায়ে মেকআপ তোলার কিছু সহজ পদ্ধতি জেনে নিন।

 

কাঁচা দুধ: তুলা দুধে ভিজিয়ে মুখ মুছে নিন। মেকআপ উঠে যাবে এবং ত্বক থাকবে আর্দ্র।

শসা: যাদের মুখে ব্রণ আছে, তাদের জন্য শসা খুবই কার্যকর। এক টুকরো শসা মুখে ঘষুন, লিপস্টিক ও কাজলসহ সব মেকআপ উঠে যাবে।

দুধ ও তেল: ২ চামচ দুধ, ১ চামচ অলিভ অয়েল বা বাদাম তেল মিশিয়ে তুলার সাহায্যে মুখে ঘষে নিন। ম্যাসাজ করে মেকআপ তুলে ফেলুন।

বেকিং সোডা ও মধু: ১ চামচ বেকিং সোডা ও ২ চামচ মধু মিশিয়ে তুলা দিয়ে মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নারকেল তেল: তুলায় কয়েক ফোঁটা নারকেল তেল বা ময়েশ্চারাইজার লাগিয়ে মুখে ঘষে নিন। ম্যাসাজ করে মেকআপ তুলে ফেলুন।

এভাবে ঘরোয়া উপায়ে মেকআপ তুললে ত্বক থাকবে সুস্থ ও উজ্জ্বল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ