দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:২৫

আইসিপিসির চূড়ান্ত পর্বে চীন সেরা, বাংলাদেশ ৫৬তম স্থান অর্জন করেছে।

কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত ৪৮তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জন করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান পেয়েছে যথাক্রমে রাশিয়ার মস্কো ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজি, চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয় এবং জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি। এই চারটি দলই ১২টি সমস্যার মধ্যে ৯টি সমাধান করে স্বর্ণপদক অর্জন করে।

 

বাংলাদেশ থেকে অংশ নেওয়া তিনটি দলের মধ্যে সেরা ফলাফল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ_এসেন্ডিং’ দল, যা পাঁচটি সমস্যার সমাধান করে ৫৬তম হয়েছে। আইসিপিসির এই প্রতিযোগিতায় বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনজন প্রোগ্রামার ও একজন কোচ সমন্বয়ে দল গঠন করে প্রতিযোগিতায় অংশ নিতে হয়। আঞ্চলিক পর্বের বিজয়ীরা চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পান।

 

প্রতিযোগিতায় ৭০তম স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সাস্ট_গেজফোর্সেস’ দল, যারা পাঁচটি সমস্যার সমাধান করেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘কুয়েট_এফারভিসেন্ট’ দল তিনটি সমস্যার সমাধান করে ১১৫তম স্থান পেয়েছে। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে মোট ১৪১টি দল অংশগ্রহণ করে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট