দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৪৮

একদিনে মহাকাশে ছয়টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন।

একদিনে মহাকাশে ছয়টি স্যাটেলাইট পাঠিয়েছে চীন। আজ শুক্রবার, চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এসব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

দেশটি জানিয়েছে, জিলিন-১ কুয়ানফু ০২বি ০১-০৬ স্যাটেলাইটগুলো বেইজিংয়ের স্থানীয় সময় দুপুর ১২টা ১১ মিনিটে উৎক্ষেপণ করা হয়। একটি লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। এটি লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৩৬তম ফ্লাইট মিশন। এর আগে আগস্টের প্রথম সপ্তাহে চীন সফলভাবে ছিয়ানফান পোলার অরবিট-০১ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট