একদিনে মহাকাশে ছয়টি স্যাটেলাইট পাঠিয়েছে চীন। আজ শুক্রবার, চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এসব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
দেশটি জানিয়েছে, জিলিন-১ কুয়ানফু ০২বি ০১-০৬ স্যাটেলাইটগুলো বেইজিংয়ের স্থানীয় সময় দুপুর ১২টা ১১ মিনিটে উৎক্ষেপণ করা হয়। একটি লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। এটি লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৩৬তম ফ্লাইট মিশন। এর আগে আগস্টের প্রথম সপ্তাহে চীন সফলভাবে ছিয়ানফান পোলার অরবিট-০১ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল।