দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:২১

তোফাজ্জল হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহ্বান জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে (এফএইচ হল) চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে শুক্রবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে তোফাজ্জলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করা হয়। নিহত তোফাজ্জলের গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটায়। মানববন্ধনের আয়োজক ছিল ‘ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীবৃন্দ’।

 

মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসরীন সুলতানা বলেন, “তোফাজ্জল শুধু পাথরঘাটার সন্তান নন, তিনি এই স্বাধীন দেশের নাগরিক। আমরা আর কোনো তোফাজ্জলকে এভাবে হারাতে চাই না। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যায়বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে।”

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলাল হোসেন বলেন, “তোফাজ্জলের মতো নিষ্ঠুর হত্যাকাণ্ড আমরা আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।”

 

গত বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে কয়েকজন শিক্ষার্থী। তাঁকে হলের অতিথিকক্ষে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে ক্যানটিনে নিয়ে খাবার দেওয়ার পরও পুনরায় মারধর করা হয়। গভীর রাতে আবাসিক শিক্ষকদের মাধ্যমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট