দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৩৭

ভারতের বিখ্যাত গায়িকা আকাঙ্ক্ষা দুবে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন।

ওডিশার জনপ্রিয় গায়িকা রুকসানা বানো গত বুধবার রাতে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাত্র ২৭ বছর বয়সে তাঁর এই অকাল মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, রুকসানা বিষক্রিয়ায় মারা গেছেন। খবরটি জানিয়েছে ইন্ডিয়া টুডে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, রুকসানা ‘স্ক্রাব টাইফাস’ রোগে ভুগছিলেন। তবে তাঁর পরিবার বিষক্রিয়ার সন্দেহ প্রকাশ করেছে। রুকসানার মা এবং বোন অভিযোগ করেছেন, পশ্চিম ওডিশার একজন প্রতিদ্বন্দ্বী গায়ক রুকসানাকে বিষ প্রয়োগ করেছেন। এর আগে সেই গায়ক রুকসানাকে হুমকি দিয়েছিলেন বলেও তারা দাবি করেছেন।

 

পরিবার জানায়, ১৫ দিন আগে শুটিং চলাকালীন জুস পান করার পর অসুস্থ হয়ে পড়েন রুকসানা এবং তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। রুকসানার মা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দাবি করেছেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। পরিবার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

 

পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং রুকসানার পেশাগত জীবনে কোনো শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট