দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৩৮

৮০ পেরোনো রানীর চারে চার

দাবার বোর্ডে রানী হামিদ। সংগৃহীত

গত ফেব্রুয়ারিতে পা দিয়েছেন ৮১ বছরে। নাতি-নাতনিদের নিয়ে সময় কাটানোর বয়স। কিন্তু রানী হামিদকে সেই দল থেকে আলাদাই রাখতে হচ্ছে। বয়সকে তুচ্ছ প্রমাণ করে তিনি বরং নিজেকে আরও উজ্জ্বল করে তুলেছেন দাবার বোর্ডে।

হাঙ্গেরির বুদাপেস্টে ১১ সেপ্টেম্বর শুরু হওয়া বিশ্ব দাবা অলিম্পিয়াডে গতকাল সপ্তম রাউন্ড পর্যন্ত বাংলাদেশ মহিলা দলের সাত ম্যাচের ৪টিতে খেলেছেন রানী, জিতেছেন সব কটিতেই। এর মধ্যে সর্বশেষ তিন ম্যাচে খেলেছেন টানা। বতসোয়ানার সঙ্গে ৫ম রাউন্ডে ২-২ গেম পয়েন্টে ড্রয়ের পর গত দুই রাউন্ডে বাংলাদেশ নারী দল জিতেছে উরুগুয়ে ও ডোমিনিক রিপাবলিকের বিপক্ষে।

নিয়ম অনুযায়ী বিশ্ব দাবা অলিম্পিয়াডে প্রতি দলে পাঁচজন দাবাড়ু থাকেন, খেলতে পারেন চারজন। বুদাপেস্টে যাওয়ার আগে বাংলাদেশ দাবা ফেডারেশন জানিয়েছিল, রানী হামিদকে ৫ম খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাঁর খেলার সম্ভাবনা কম। প্রথম দুই রাউন্ডে তাঁকে নেওয়াও হয়নি। বাংলাদেশ দল সেন্ট লুসিয়াকে ৪-০ গেম পয়েন্টে হারিয়ে শুরু করলেও দ্বিতীয় রাউন্ডে ১-৩ পয়েন্টে হেরে যায় রোমানিয়ার কাছে। প্রথম দুই ম্যাচে রানী বাদে দলে ছিলেন বাকি চারজন—মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম, ওয়াদিফা আহমেদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ও নুশরাত জাহান।

তৃতীয় রাউন্ডে ওয়ালিজার জায়গায় সুযোগ পেয়ে জয় দিয়ে শুরু করেন রানী। বার্বাডোজের মহিলা ক্যান্ডিডেট মাস্টার উইলসন হান্নানকে হারান ৩.৫-.৫ পয়েন্টে। চতুর্থ রাউন্ডে অস্ট্রিয়ার কাছে ১-৩ পয়েন্টে হেরে যাওয়া ম্যাচে রানী ছিলেন না। পঞ্চম রাউন্ডে আবার ফিরে আর বাদ পড়েননি। বতসোয়ানার সঙ্গে বাংলাদেশের ২-২ গেম পয়েন্টে ড্র করলেও রানী জিতেছেন নিজের বোর্ডে। ষষ্ঠ রাউন্ডে জেতেন উরুগুয়ের ফাবরা নাহিয়ারার বিপক্ষে। সপ্তম রাউন্ডে ডোমিনিক রিপাবলিকের গঞ্জালেস পেগুয়ারপো মেরির বিপক্ষেও জেতেন রানী।

বুদাপেস্ট যাওয়ার আগে রানী প্রথম আলোকে বলেছিলেন, ‘অলিম্পিয়াডে আর যাওয়ার সুযোগ আসবে কি না জানি না। এবার গিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসব। আমার অনেক বন্ধু আছে বিশ্ব দাবায়। বুদাপেস্টে অনেকের সঙ্গেই দেখা হবে। তবে সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব।’ সেই প্রতিশ্রুতি রেখেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ দাবাড়ু।

১১ রাউন্ড সুইস লিগ পদ্ধতির টুর্নামেন্টে সপ্তম রাউন্ড পর্যন্ত বাংলাদেশ মহিলা দল ৯ পয়েন্ট (জিতলে ২ পয়েন্ট, ড্র করলে ১) পেয়েছে। উন্মুক্ত বিভাগে বাংলাদেশের পয়েন্ট ৮। লেসোথোকে হারিয়ে শুরু করা ওপেনে ফাহাদ রহমানরা ৭ম রাউন্ড পর্যন্ত জিতেছেন তিনটি ম্যাচ। বাকি দুটি জয় তৃতীয় রাউন্ডে সাইপ্রাস (৩.৫-.৫) ও জর্ডানের (৩-১) বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে ভিয়েতনাম ও চতুর্থ রাউন্ডে ফ্রান্সের সঙ্গে হার .৫-৩.৫ পয়েন্টে। আর ষষ্ঠ ও সপ্তম রাউন্ডে ২-২ পয়েন্টে ড্র হাঙ্গেরি ও স্লোভাকিয়ার সঙ্গে।

সপ্তম রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হারিয়েছেন স্লোভাকিয়ার গ্র্যান্ডমাস্টার গাজিক ভিক্টরকে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ড্র করেন আন্তর্জাতিক মাস্টার দ্রুসকা জুরাজ ও কস্টলানস্কি সেবাস্টিয়ান লুকাসের সঙ্গে। এ রাউন্ডে স্লোভাকিয়ার আন্তর্জাতিক মাস্টার সাহিদি সামিরের কাছে হেরে গেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।

সপ্তম রাউন্ড পর্যন্ত বাংলাদেশ ভালোই খেলেছে। সেই তৃপ্তি বাংলাদেশ পুরুষ দলের নন-প্লেয়িং অধিনায়ক মাসুদুর রহমানের গলায়। বুদাপেস্ট থেকে ফোনে গতকাল বললেন, ‘আমাদের মান অনুযায়ী এখন পর্যন্ত আমরা ভালো খেলেছি। ওপেন বিভাগে হেরেছি শক্তিশালী ফ্রান্স আর ভিয়েতনামের কাছে। ড্র হওয়া দুটি ম্যাচই হাতছাড়া হয়েছে নিজেদের ভুলে। মেয়েদের বিভাগে রানী আপা তো দারুণ খেলছেন।’

সপ্তম রাউন্ড শেষে উন্মুক্ত বিভাগে অংশগ্রহণকারী ১৯৭টি দলের মধ্যে বাংলাদেশ আছে ৭৩ নম্বরে। মহিলা বিভাগে ১৮৩টি দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪০তম।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট