দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:২৪

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে চালু করেছে ইন্ট্রাভাসকুলার আল্ট্রাসাউন্ড (IVUS) প্রযুক্তি

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে আধুনিক হৃদরোগ চিকিৎসার অংশ হিসেবে ইন্ট্রাভাসকুলার আল্ট্রাসাউন্ড (IVUS) সেবা চালু করেছে। এই উন্নত ডায়াগনস্টিক সরঞ্জামটি রক্তনালীর অভ্যন্তরীণ উচ্চ-রেজুলিউশনের চিত্র প্রদান করে, যা করোনারি ধমনী রোগে আক্রান্ত রোগীদের সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার সিদ্ধান্ত নিতে সহায়ক।

 

IVUS প্রযুক্তিতে একটি ক্ষুদ্র আল্ট্রাসাউন্ড প্রোবকে ক্যাথেটারের মাধ্যমে রক্তনালীর মধ্যে প্রবেশ করানো হয়, যা ধমনীর দেয়াল, প্লাক জমা ও রক্ত প্রবাহের রিয়েল-টাইম ছবি সরবরাহ করে। এই প্রযুক্তি প্রচলিত অ্যানজিওগ্রাফির চেয়ে অনেক বেশি উন্নত, ফলে অ্যানজিওপ্লাস্টি পদ্ধতির সময় ব্লকেজের তীব্রতা ও স্টেন্ট স্থাপনের জন্য সঠিক অবস্থান নির্ধারণ করা সহজ হয়।

 

এভারকেয়ার হাসপাতালের ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডা. শেখ মো. হাসান মামুন বলেন, “এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে IVUS সেবা চালু করা আমাদের বিশ্বমানের কার্ডিয়াক কেয়ার প্রদানের প্রতিশ্রুতির একটি মাইলফলক।”

 

এভারকেয়ার চট্টগ্রাম, বন্দরনগরীর প্রথম ৪৭০ শয্যাবিশিষ্ট মাল্টি-ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হাসপাতাল। এখানে ২৪/৭ জরুরী বিভাগ, অত্যাধুনিক আইসিইউ সেবা এবং ২৭টি বিশেষ ও উপ-বিশেষ বিভাগ রয়েছে, যা গোটা অঞ্চলের চিকিৎসার চাহিদা পূরণে সক্ষম।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট