দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৫৫

লেবাননে বিস্ফোরিত পেজার তৈরি করেছিল একটি ভুয়া ইসরায়েলি কোম্পানি!

হাঙ্গেরিভিত্তিক বিএসি নামে একটি কোম্পানি হিজবুল্লাহকে কয়েক হাজার পেজার সরবরাহ করেছিল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিএসি আসলে একটি ইসরায়েলি মালিকানাধীন ছদ্ম কোম্পানি। তিনটি গোপন গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ইসরায়েল বিএসি ছাড়াও আরও দুটি ভুয়া কোম্পানি তৈরি করেছিল, যাতে পেজার প্রস্তুতকারীদের পরিচয় গোপন রাখা যায়।

 

বিএসি অন্যান্য গ্রাহকদের জন্য সাধারণ পেজার তৈরি করলেও হিজবুল্লাহর জন্য বিশেষভাবে কিছু পেজার তৈরি করেছিল, যেগুলোর ব্যাটারিতে বিস্ফোরক ছিল। ২০২২ সালে এই পেজারগুলো প্রথমে লেবাননে পাঠানো হয়। সম্প্রতি, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল সৈয়দ হাসান নাসরুল্লাহ মুঠোফোনের কড়া সমালোচনা করেন এবং মোবাইল ফোন ব্যবহারকারীদের ইসরায়েলি এজেন্ট বলে অভিহিত করেন। এরপর হিজবুল্লাহ বিএসিকে আরও পেজার তৈরির অর্ডার দেয়।

 

হিজবুল্লাহর কয়েকটি সূত্র জানিয়েছে, নাসরুল্লাহ হিজবুল্লাহর সদস্যদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে পেজারের ব্যবহারে জোর দেন। এর পর থেকে লেবাননে পেজারের চালান উল্লেখযোগ্য হারে বেড়ে যায় এবং হাজার হাজার হিজবুল্লাহ সদস্য ও কর্মকর্তাদের মধ্যে পেজারের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যদিও হিজবুল্লাহ এই পেজারগুলোকে প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ মনে করত, ইসরায়েলি গোয়েন্দারা এগুলোকে রিমোট ডেটোনেটর হিসেবে চিহ্নিত করে, যার প্রমাণ পাওয়া গেছে সম্প্রতি মঙ্গলবার।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট