ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বেশি থাকায় দ্রুত ফল প্রকাশের কাজ চলছে। জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি করা হবে, তার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে সচিবের দফতরে পাঠানো হয়েছে। পরে তা শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়। উপদেষ্টা অনুমোদন দিলে সেটি চূড়ান্ত হবে, আর অনুমোদন না পেলে নতুন প্রস্তাব পাঠাতে হবে বোর্ডগুলোকে।
এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, “ফলাফল তৈরির প্রস্তাবনা এখনো অনুমোদিত হয়নি। মন্ত্রণালয়ে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। আশা করি, এ সপ্তাহে বা পরের সপ্তাহে অনুমোদন পেয়ে যাব।”
ফল প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে তিনি বলেন, “আগামী সপ্তাহের মধ্যে প্রস্তাবনা চূড়ান্ত হলে অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।”
উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়, যেখানে অংশগ্রহণ করেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী। বিভিন্ন সময়ে কোটা সংস্কার আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে ১১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করে পরীক্ষা অনুষ্ঠিত হয়।