দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:৫৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন, দেশের সাড়ে ৩ হাজার অবৈধ ইটভাটা বন্ধ করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ রোধে আর কোনো নতুন ইটভাটার জন্য পরিবেশগত ছাড়পত্র দেওয়া হবে না। বর্তমানে ৩,৪৯১টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হবে, এবং পার্বত্য এলাকায় নির্মিত সব অবৈধ ইটভাটা স্থানান্তর করা হবে।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪) সচিবালয়ে পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স এসোসিয়েশন (বিবিএমওএ)-এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রিজওয়ানা হাসান ইটভাটার পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে।

 

তিনি আরও জানান, বায়ুদূষণের ফলে মানুষের গড় আয়ু ৫-৭ বছর কমে যাচ্ছে। তাই, পরিবেশগত ছাড়পত্র এবং লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা পরিচালিত হতে পারবে না।

 

বিবিএমওএ নেতৃবৃন্দ ইটভাটা শিল্পের চ্যালেঞ্জ তুলে ধরে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং সরকারের সহযোগিতা কামনা করেন। সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, এবং বিবিএমওএ-এর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট