দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং কল সেন্টার খাতের ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করায় কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অটোমেশন সল্যুশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তানভীর ইব্রাহিম, যিনি পূর্বে সহ-সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আলিম। গত শনিবার রাতে অনুষ্ঠিত বাক্কোর ১১০তম কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই পুনর্বিন্যাস করা হয়, যা রবিবার (১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
পদত্যাগী সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, “আমি অসুস্থতা এবং পারিবারিক কারণে পদত্যাগ করেছি। পাশাপাশি আমার প্রতিষ্ঠান বিদেশে বেশ কিছু প্রকল্পে কাজ করছে, যার কারণে প্রতিষ্ঠানে বেশি সময় দিতে হচ্ছে।” ডিজিকন টেকনোলজিস পিএলসির ওয়াহিদ শরীফ গত বৃহস্পতিবার পারিবারিক কারণ দেখিয়ে বাক্কোর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এর আগে, শারীরিক অসুস্থতার কারণে ৮ সেপ্টেম্বর সাধারণ সম্পাদক ফিফোটেকের তৌহিদ হোসেন পদত্যাগ করেন। তিনি জানান, “৩ জুলাই আমি মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হই এবং ১০ জুলাই আমার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকার কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছি।”
নতুন সাধারণ সম্পাদক ফয়সাল আলিম বলেছেন, “আমরা দ্রুত বাক্কোর সব সদস্যকে একত্রিত করে রি-ব্র্যান্ডিং করব। এছাড়া তথ্যপ্রযুক্তি খাত বর্তমানে কিছু বিতর্কের মধ্যে রয়েছে, যা আমাদের জন্য ভালো খবর নয়। আমরা সবাই মিলে খাতের উন্নয়ন নিয়ে কাজ করব।”
পুনর্গঠিত বাক্কোর ১২ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে রয়েছেন: সভাপতি তানভীর ইব্রাহিম, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আবুল খায়ের (টাইমস এএসএল কল সেন্টার), সহ-সভাপতি তানজিরুল বাশার (মাই আউটসোর্সিং লিমিটেড), সাধারণ সম্পাদক ফয়সাল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুসনাদ ই আহমেদ (স্কাইটেক সল্যুশন), অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক (ইমপেল সার্ভিস অ্যান্ড সল্যুশন লিমিটেড), এবং পরিচালকরা হলেন আবু দাউদ খান (এনরাউট ইন্টারন্যাশনাল লিমিটেড), ফজলুল হক (নোবেল আইটি সল্যুশন), আবদুল কাদের (ভার্চ্যুয়াল মার্কেট সলিউশন), জায়েদ উদ্দিন আহমেদ (আয়েশা সার্ভিস), মেহদী হাসান জুলফিকার (মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সল্যুশন), ও সায়মা শওকত (এএসকে টেলিকম লিমিটেড)।