দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:০৬

ক্রিকেট মৌসুমে ফুটবলকে মাঠ বরাদ্দে আপত্তি কুমিল্লার ক্রিকেটারদের

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে চেয়েছে মোহামেডান ও আবাহনী।

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের জন্য বাফুফেকে ১৩টি স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তালিকায় আছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামও। এ স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে চেয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। মোহামেডানের ফুটবল সম্পাদক আবু হাসান চৌধুরী ও আবাহনীর ম্যানেজার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কিন্তু কুমিল্লা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ম্যাচ আয়োজন নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয় ক্রিকেটাররা। তাঁদের বক্তব্য, স্টেডিয়ামটি প্রিমিয়ার ফুটবল লিগের জন্য বরাদ্দ দিলে স্থানীয় ক্রিকেটের কার্যক্রম ব্যাহত হবে।

অক্টোবর থেকে মার্চ পর্যন্তই স্থানীয় ক্রিকেটের মৌসুম। প্রিমিয়ার ফুটবল লিগও শুরু হওয়ার কথা ১৮ অক্টোবর। এ অবস্থায় কুমিল্লা স্টেডিয়ামকে ঘরোয়া ফুটবলের জন্য বরাদ্দ না দেওয়ার অনুরোধ জানিয়ে ১২ সেপ্টেম্বর স্থানীয় ক্রিকেটাররা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কুমিল্লা জেলা প্রশাসককে একটি চিঠি দেন।

স্থানীয় ক্রিকেটারদের পক্ষে শফিকুল ইসলাম, স্বপন কুমার দে ও সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বর্তমানে কুমিল্লা জেলার তিনজন খেলোয়াড় অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে, একজন অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে ও ৫৩ জন খেলোয়াড় ঢাকার বিভিন্ন লিগে অংশ নিচ্ছেন। জেলা পর্যায়ের বিভিন্ন লিগ ও টুর্নামেন্ট থেকেই এই খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ের সরবরাহ সারিতে সুযোগ পাচ্ছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট