দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:২৮

পৃথিবী নতুন একটি চাঁদ পেতে যাচ্ছে

বিশ্ব আবার এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে চাঁদের মতো একটি নতুন উপগ্রহ—‘২০২৪ পিটি৫’—মহাকাশ থেকে আসছে। এই উপগ্রহটির ব্যাস প্রায় ১০ মিটার বা ৩৩ ফুট।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়েছে, আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এই ‘মিনি মুন’ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

 

বর্তমানে এই ‘মিনি মুন’ মহাকাশবিজ্ঞানীদের মূল আলোচনার বিষয়। যদিও এটি চাঁদের মতো সুন্দর নয়, এটি একটি গ্রহাণু, যা কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ নামেও পরিচিত।

 

গবেষকরা জানিয়েছেন, ২০২৪ পিটি৫ পৃথিবীর মাধ্যাকর্ষণ দ্বারা প্রভাবিত হয়ে চাঁদের মতো আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এরপর গ্রহাণুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে বেরিয়ে যাবে এবং আবার নিজ কক্ষপথে ফিরে যাবে। এই সময়ের মধ্যে এটি নতুন চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, যা গবেষণায় নতুন তথ্য যোগ করবে।

 

এই গ্রহাণু খালি চোখে দেখা যাবে না। বিশেষ মহাকাশ পর্যবেক্ষণ সরঞ্জাম ছাড়া এটি নজরে আসবে না। পৃথিবীর চারপাশ ঘুরে, পিটি৫ সূর্যের চারপাশে চলে যাবে।

 

১৯৮১ ও ২০২২ সালেও পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে দুটি গ্রহাণু একইভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছিল এবং কিছুদিন পর মহাকর্ষ টান কাটিয়ে বেরিয়ে গিয়েছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট