দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৩৭

মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সের জন্য ভর্তি শুরু হয়েছে, যেখানে মোট ৬৬০টি আসন বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ মেরিন একাডেমি (বিএমএ) চট্টগ্রামসহ অন্যান্য সরকারি ও বেসরকারি মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সের জন্য অনলাইনে আবেদন চলছে। সারা দেশে ৯টি মেরিন একাডেমিতে মোট ৬৬০ জন নারী ও পুরুষ প্রার্থী ভর্তি করা হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য আবেদন করার শেষ তারিখ ৩১ অক্টোবর।

 

**আবেদনের শিক্ষাগত যোগ্যতা:**

এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হবে। পদার্থবিদ্যা ও গণিতে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ এবং ইংরেজিতে ন্যূনতম ৩.০ প্রাপ্ত হতে হবে। ইংরেজিতে ৩.০০ এর কম থাকলে আইএলটিএস পরীক্ষায় মোট ৫.৫ স্কোর থাকতে হবে। ইংলিশ মিডিয়াম অক্সফোর্ড পাঠ্যক্রমের ক্ষেত্রে পদার্থবিদ্যা, গণিতসহ ন্যূনতম সি গ্রেডে এ-লেভেল সনদ এবং পদার্থবিদ্যা, গণিত ও ইংরেজি সহ কমপক্ষে ৫টি বিষয় নিয়ে ন্যূনতম সি গ্রেডে ও লেভেল সনদ থাকতে হবে। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন, তবে ফলাফলের ভিত্তিতে ন্যূনতম যোগ্যতা না থাকলে বিবেচনায় নেওয়া হবে না।

 

**শারীরিক যোগ্যতা:**

– পুরুষদের জন্য উচ্চতা: ৫’৪” এবং নারীদের জন্য ৫’২”।

– ওজন: বিএমআই চার্ট অনুযায়ী ১৭ থেকে ২৫ এর মধ্যে হতে হবে (যেমন ৫’৪”: ৪৫-৬৬ কেজি বা ৫’৬”: ৪৮-৭০ কেজি)।

– নটিক্যাল ক্যাডেটদের জন্য চোখে ৬/৬, ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য ৬/১২ (চশমা সহ ৬/৬) হতে হবে। বর্ণান্ধতা মুক্ত হতে হবে।

 

**সাঁতার:**

ন্যূনতম ৬০ মিটার একটানা সাঁতার কাটতে সক্ষম হতে হবে।

 

**বয়স:**

১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ২২ বছর হতে হবে (পুরুষ/নারী)। আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

 

**আসনসংখ্যা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান:**

– **সরকারি মেরিটাইম শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠান:**

১. বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম: পুরুষ ১৬০ জন, নারী ২০ জন

২. বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা: পুরুষ ৫০ জন

৩. বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল: পুরুষ ৭০ জন

৪. বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর: পুরুষ ৭০ জন

৫. বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট: পুরুষ ৫০ জন

– **মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন:**

১. মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম: পুরুষ ৭০ জন, নারী ১০ জন

– **বেসরকারি মেরিটাইম শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠান:**

১. ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা: পুরুষ ৭০ জন

২. ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি, ঢাকা: পুরুষ ৫০ জন

৩. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম: পুরুষ ৪০ জন

 

**চূড়ান্ত নির্বাচন পদ্ধতি:**

এসএসসি/এইচএসসি পরীক্ষার জিপিএ এবং ভর্তি পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন হবে। এসএসসি/সমমানের পরীক্ষার জিপিএ ১৫ গুণ ৭৫ নম্বর এবং এইচএসসি/সমমানের পরীক্ষার জিপিএ ২৫ গুণ ১২৫ নম্বর। লিখিত পরীক্ষা ৮০ নম্বর এবং মৌখিক পরীক্ষা ২০ নম্বর; মোট ৩০০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ।

 

**অনলাইনে আবেদন:**

নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট (dos.gov.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। সমস্যা হলে doscadet.solutionart.net এর মাধ্যমেও আবেদন করা যাবে। প্রয়োজনে যোগাযোগ: ০১৮১০০০১১৯০, ০১৮১৫৩৩০৫৯৭।

 

**বিশেষ নির্দেশনা:**

সরকারি মেরিন একাডেমি থেকে পাস করা ক্যাডেটদের জাহাজে প্রশিক্ষণ প্রদান করা হবে। বেসরকারি একাডেমি কর্তৃপক্ষ ক্যাডেটদের জাহাজে শিক্ষানবিশকাল প্রশিক্ষণ দিতে বাধ্য থাকবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট