দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৫৩

আলঝেইমারের চিকিৎসায় নতুন সম্ভাবনার সন্ধানে বিপন্ন উদ্ভিদের খোঁজ পাওয়া গেছে।

চীনের জিশুয়াংবান্না ট্রপিক্যাল বোটানিক্যাল গার্ডেনে বিজ্ঞানীরা একটি বিশেষ ধরনের মস উদ্ভিদের সন্ধান পেয়েছেন। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষকরা দাবি করছেন, এই নতুন ফারমস উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম হুপারজিয়া ক্র্যাসিফোলিয়া, আলঝেইমারের চিকিৎসায় ব্যবহারের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে পাওয়া এই উদ্ভিদের নির্যাস ইতোমধ্যে আলঝেইমার রোগের চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয়েছে। বিজ্ঞানী লিউ হংমেই জানিয়েছেন, হুপারজিয়া গোষ্ঠীর ফারমস পরিবারে প্রায় ২৫টি প্রজাতি রয়েছে, যা সাধারণত নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে পাওয়া যায়। এই উদ্ভিদে উপস্থিত হুপারজাইন নামক পদার্থটি আলঝেইমার রোগের চিকিৎসায় বিশেষভাবে কার্যকর।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট